বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:১১ পূর্বাহ্ন
বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী-
দিনাজপুর বিরামপুর থানায় কর্তব্যরত এ,এস,W/A তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন বিরামপুর থানার আলম্গীর হোসেন। তথ্য অনুযায়ী জানা যায় যে,২৩/১০/১৯ ইং তারিখ ১৯ মাসের W/A তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন বিরামপুর থানার আলম্গীর হোসেন,রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য ,বিপিএম মহোদয়ের নিকট হতে সম্মাননা পুরুস্কার গ্রহণ করেন। পুলিশ সুপার দিনাজপুর জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম মহোদয় ও বিরামপুর সার্কেল এ এস পি জনাব মিথুন সরকার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা,পরিচালনা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন আলম্গীর হোসেন। এ বিষয়ে আলমগির হোসেন মোঃ মনিরুজ্জামান (অফিসার ইনচার্জ) ও বিরামপুর থানার সকল অফিসার ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।