মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ বিশেষচাহিদাসম্পন্নশিশুদেরনিয়েউদযাপিতহলোবিজয়দিবস। রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ নর্দানইউনিভার্সিটিরবানানীক্যাম্পাসেআয়োজিতঅনুষ্ঠানেপ্রধানঅতিথিহিসেবেউপস্থিত ছিলেনপ্রফেসর ড. আবুইউসুফ মোঃআব্দুল্লাহ, চেয়ারম্যান, এনইউবিট্রাস্ট। সম্মানিতঅতিথিহিসেবেউপস্থিত ছিলেনডা. আব্দুননূরতুষার, সিইও, নাগরিক, টিভি।
অনুষ্ঠানেসভপত্বিতকরেনপ্রফেসর ড. আনোয়ার হোসেন, উপাচার্য, নর্দানইউনিভার্সিটি। অনুষ্ঠানসহযোগিতায়ছিলগোল্ডেনকিড্সওয়েলফেয়ারফাউন্ডেশান,সোসাইটি অফ স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিষ্টসও নিউভিশন।
এতে প্রায় ৭০জন শিশুসহ তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এশটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন এবং পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তারা।