শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:০৪ অপরাহ্ন
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে বিষয়টি জানিয়ে পোস্ট করেন আকবর। সেখানে তিনি লেখেন, নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালে সেই অর্জনের দুটি স্মারক ১. ফাইনালের ম্যাচ জার্সি ও ২. ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা লাভ করাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন ধরা হয়। এই জয়ে অনেকটা সামনে থেকেই নেতৃত্ব দেন আকবর। বিশেষ করে ফাইনালে তার দুর্দান্ত ইনিংসের কল্যাণেই শিরোপার স্বাদ পায় টাইগার যুবারা। বড়দের পাশাপাশি তার এভাবে এগিয়ে আসা সব মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।