শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩০ পূর্বাহ্ন
মুক্তিযোদ্ধা এস এম মাহফুজ হক নুরুজ্জামান ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও মো. আব্দুল মান্নান ইলিয়াস বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর’১৯) রাজধানীর অফিসার্স ক্লাবে বিসিএস ৮৬ ফোরামের এক সভায় ৫১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
চাকরি জীবনের তিন দশক পূর্তি উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর’ ১৯ সোমবার সন্ধ্যা ৬ টায় অফিসার্স ক্লাব ঢাকার নিচ তলায় অডিটরিয়ামে বিসিএস ৮৬ ফোরামের সব সদস্য এবং পরিবারসহ (স্পাউজ এবং সন্তান) পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বিসিএস ৮৬ ফোরামের “বন্ধুদের আড্ডায়” সব বন্ধুদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।