শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ন
চাপে পড়া বাংলাদেশকে যেনো টেনে তুলছেন তরুণ তুর্কি নাঈম শেখ। মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ার পথে ক্যারিয়ারে প্রথম অর্ধশতকের দেখাও পেয়ে যান। দলকে বিপদ থেকে বাঁচিয়ে ফেরার আগে ৪৮ বলে ৮১ রান করেন। তবুও শেষ রক্ষা হয়নি। ভারতের ১৭৪ রানের জবাবে ৪ বল বাকি থাকতে বাংলাদেশ থেমে যায় ১৪৪ রানে। ফলে ৩০ রানে হেরে সিরিজ হাতছাড়া করলো টাইগাররা।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার সেনাপতি মাহমুদউল্লাহ রিয়াদ। শফিউল ইসলাম অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শুরুতেই রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে শিকার করেন। কিন্তু শ্রেয়াস আয়ারের ঝড়ো ব্যাটিংয়ে রান একটু বেশিই হয়ে যায়। লোকেশ রাহুল ৩৫ বলে ৫২ এবং শ্রেয়াস আয়ার ৩৩ বলে ৬২ রান করেন। এছাড়া শিখর ধাওয়ান ১৯ ও মনীষ পান্ডে ২২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে শফিউল ও সৌম্য ২টি করে এবং আল আমিন একটি উইকেট নেন।
এভাবেই ব্যর্থ হন মুশফিকুর রহিম।
১৭৫ রান করতে পারলেই ইতিহাস রচনা হবে। এমন টার্গেট মাথায় নিয়ে মাঠে নেমেই ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস ও সৌম্য সরকার। দলীয় ১২ রানেই ফেরেন এ দুজন। ভেঙে পড়া দলকে মেরামতের চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও নাঈম। মাত্র ৬১ বলে ৯৮ রানে তোলে এ জুটি। নাঈম ও মিঠুন ফেরার পর আর কেউই দাঁড়াতে পারেননি।
লড়াই করেন একা মোহাম্মদ নাঈম
মুশফিক, রিয়াদ ও আফিফরা কিছুই করতে পারেননি দলের জন্য। শুধু হারের ব্যবধানটাই যা কমিয়েছেন। ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ৭ রানে ৬টি উইকেট নেন দীপক চাহার।