মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৫৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : এবারে আইফার মঞ্চে সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নিয়েছেন আলিয়া ভাট। ‘রাজি’-র জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন তিনি। আইফার মঞ্চে যখন পুরস্কার নিচ্ছেন আলিয়া, সেই সময় নুসরাত বারুচা কি বললেন জানেন?
আলিয়া যখন মঞ্চে পুরস্কার নিচ্ছেন, সেই সময় আইফার সঞ্চালক অপরাশক্তি খুরানা হঠাত হাজির হন নুসরাত বারুচার কাছে। নুসরাত কাকে বিগ বসে দেখতে চান? অপরাশক্তির এই প্রশ্নের উত্তরে নুসরাত রণবীরের নাম নেন। তিনি বলেন, বিগ বসের ঘরে রণবীর কাপুরকে তোয়ালে পরা অবস্থায় দেখতে চান। ওই কথা বলার পরই আলিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন নুসরাত বারুচা।
নুসরাত যতই আলিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন না কেন, অপরাশক্তি আলিয়ার কাছে পালটা উত্তর চান। আলিয়া তখন সোজাসুজি বলেন, রণবীরকে তোয়ালে পরা অবস্থায় কে দেখেননি বলুন তো? রণবীরকে ওই অবস্থায় সবাই দেখেছেন। তাই এ বিষয়ে নতুন কিছু নেই বলার বলে স্পষ্ট জানান আলিয়া।
প্রঙ্গত, সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘সাওয়ারিয়া’-তে ‘যব সে তেরি ন্যায়না’-তে তোয়ালে পরে নাচতে দেখা যায় রণবীর কাপুরকে। ওই সিনেমা দিয়েই বলিউডে প্রথম সারির অভিনেতার তালিকায় নিজের নাম লিখিয়ে নেন রণবীর কাপুর।