মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১১:১৯ অপরাহ্ন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট
থানাধীন শাখারী পোতা আমতলার মোড় নামক স্থান থেকে ৫ কেজি
ভারতীয় গাঁজা সহ আশিকুর রহমান(৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে
আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার(৬ মার্চ)বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
শাখারী পোতা গ্রামের আমতলা মোড় থেকে ভারতীয় গাঁজা নগদ ৬
হাজার ৫শ টাকা সহ তাকে আটক করে যশোর র্যাব-৬ এর একটি চৌকস
দল। আটক মাদক ব্যবসায়ী আশিকুর শাখারী পোতা গ্রামের মৃত:
বাচ্চু ফকিরের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার
হুসাইন(এক্স)বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট
থানাধীন শাখারী পোতা গ্রামে অভিযান চালিয়ে ৫কেজি ভারতীয়
গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক
মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল
পোর্ট থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন আছে।