শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০১ অপরাহ্ন
বেফাক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো লক্ষ্মীপুরের আলোর দিশারী সাহিত্য কাফেলা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) ও আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কাওমিয়া এর ২০১৯ সেশনের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায (A+) ও সিরিয়াল প্রাপ্ত ছাত্রদের বিশেষ সংবর্ধনা দিয়েছে লক্ষীপুর জেলার মেধাবীদের সংগঠন আলোর দিশারী সাহিত্য কাফেলা। অরাজনৈতিক এ সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানটি করে আসছে ৷ ২০১৯ সেশনের সর্বমোট ১৫০ জন মেধাবী ছাত্রদের হাতে শুভেচ্ছা স্মারক, ক্রেস্ট ও মূল্যবান বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক, লেখক, গবেষক অধ্যাপক (অব.) আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন ও বিশেষ আলোচক, রাষ্ট্র চিন্তক মুফতি হারুন ইজহার চৌধুরীসহ লক্ষ্মীপুরের শীর্ষ ওলামায়ে কেরাম ৷ লক্ষ্মীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-মুঈন ইসলামী একাডেমী মিলনায়তনে আলোর দিশারীর সাধারণ সম্পাদক মাওলানা ইউছুফ ও মিডিয়া ও প্রচার সম্পাদক বি. এম আমীর জিহাদীর সঞ্চালনায় দুপুর ২টা ৩০ থেকে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। এতে বিশেষ আলোচক তাঁর বক্তব্যে চট্রগ্রাম লাল খান মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি হারুন ইজহার বলেন, চলমান ও ভবিষ্যৎ ফেতনার মোকাবেলায় ছাত্রদের আরো বেশী দক্ষতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে আলোর দিশারীর প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি পর্যন্ত সাংগঠনিক সকল কার্যক্রম তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আরাফাত। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার মাদরাসা ছাত্রদের সমাজ ও দেশ গঠনের কাজে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আলোর দিশারী সাহিত্য কাফেলা। তিনি কৃতি শিক্ষার্থীদেরকে সংগঠনের সাথে যুক্ত হয়ে সংগঠনকে আরো গতিশীল ও কার্যকরী করার আহবান জানান। প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, ছাত্রজীবনে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন না করতে পারলে কর্মজীবনে বিশাল এক শূন্যতা তৈরি হয়। এজন্য নিরলস অধ্যয়নের কোন বিকল্প নেই। এবং অধ্যয়নের অন্তরায় সকল বস্তু পরিহার করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৷ লক্ষ্মীপুর জেলা বেফাক সভাপতি মাওলানা আব্দুল হান্নান, জেলা বেফাক সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ, টুমচর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুন আল মাদানী, চরমটুয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দীন, মাদ্রাসাতুন নুর রাখালিয়ার মোহতামিম মাওলানা নূরুদ্দিন, রামগঞ্জ আল-আমিন মাদরাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ আব্দুল্লাহ কাসেমী, বশিকপুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুদ্দীন, কারগরিয়া মুসা বিন ওমর মাদরাসার মুহতামিম মাওলানা মুসা বিন ওমর প্রমূখ।