১:৫২ অপরাহ্ণ, নভে ২৪, ২০১৮ |জহির হাওলাদার
219 Viewsস্পোর্টস ডেস্ক: পাকিস্তানে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে চার সহোদর সহ ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, অ্যাবোটাবাদের হাভেলিয়ান জেলার ঘড়ি পুলগ্রান গ্রামে দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলছিলো শিশুরা। সেখানে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাঁধে দু’দলের মধ্যে। তবে সংঘর্ষের সঠিক কারণ এখনও জানা যায়নি।
নিহতদের মধ্যে একটি দলের চারজন সদস্য আছেন। এরা হলেন- রশিদ খান, সোহরাব খান, আশফাক খান ও উসমান। অপরদলের বাকি তিন সদস্য হলেন- মুখতিয়ার শাহ, আনোয়ার শাহ ও শওকত শাহ।
পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
৭:০০ অপরাহ্ণ, ফেব্রু ২১, ২০১৯
১১৫/২৩, মতিঝিল, আরামবাগ, ঢাকা - ১০০০ | ই-মেইলঃ dsangbad24@gmail.com | যোগাযোগ- 01813822042 , 01923651422
Leave a Reply