বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে রান্নার চুলার আগুনে ৪টি বাড়ির ১১টি ঘর ও তৎসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, রুহুল আমিনের রান্না ঘরে তার স্ত্রী রাতের জন্য রান্না করছিলো। এমন সময় পাশের ঘরে থাকা রুহুলের শিশুপুত্র চৌকি থেকে পড়ে গেলে চিৎকার করে। হুড়মুড়িয়ে রান্না ফেলে স্ত্রী ঘরে গেলে অসাবধানবশতঃ রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে দ্রæত তা ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির তিনটি ঘরসহ প্রতিবেশী ছালামত আলী, রুবিনা বেওয়া ও হাসমত আলীর বাড়ি পুড়ে যায়। খবর পয়ে বনপাড়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ী এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১টি ঘর এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাপপত্র, কৃষি ফসলসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের রাতেই স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুল হক প্রতিটি পরিবারকে নগদ দুই হাজার টাকা এবং পাঁচটি করে কম্বল প্রদান করেন।