মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৫০ পূর্বাহ্ন
কেরালার কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের পরীক্ষায় শিশুটির শরীরে কভিড-১৯ নামে পরিচিত এ ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। বর্তমানে তাকে এর্নাকুলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া শিশুটির থেকে করোনা ছড়ানোর সন্দেহে তার বাবা-মাকেও আইসোলেশনে রাখা হয়েছে। গত ৭ মার্চ শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ইতালি থেকে দুবাই হয়ে দেশে ফিরেছে বলে জানা গেছে।
এর আগে রোববার কেরালার একই পরিবারের পাঁচ জনের শরীরে করোনা পাওয়া যায়। তাদের মধ্যে তিনজন সম্প্রতি ইতালি ভ্রমণে গিয়েছিলেন। একইদিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আইসোলেশন ওয়ার্ডে থাকা জিনারুল হক নামের ৩৩ বছরের এক যুবকের মৃত্যু হয়। সম্প্রতি তিনি সৌদি থেকে দেশে ফেরেন।
দেশে ফেরার পর ডায়াবিটিস মেলিটাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি জ্বর, হাঁচি-কাশি এবং শ্বাসকষ্টের লক্ষণ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে জিনারুল করোনায় আক্রান্ত ছিলেন না বলে দাবি করেছেন চিকিৎসকেরা। তার শরীরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসকেরা জানান জিনারুল করোনায় আক্রান্ত ছিলেন না।
সূত্র- আনন্দবাজার