jahir
- ২১ জুন, ২০২০ / ৯০ জন দেখেছেন
ভালোবাসি শব্দটার ওজন কত ?
ভালোবাসি শব্দটা কতটুকু পবিত্র ?
এটার অনুভূতি কেমন ?
রং গন্ধ আছে ?
উত্তর খোঁজে পাবে না ?
যদি তুমি ভার্চুয়ালের সস্তা ভালোবাসা খোঁজ ।
ভালোবাসা এতো সস্তা আর এতো সহজ বিষয় কখনো ছিলো না আর কখনো হবেও না ।
ভালোবাসা নামক অক্সিজেনে যে ভার্চুয়েল ধোঁয়া দিয়ে দূষিত করেছে ।
একদিন সেই ধোঁয়ায় ভালোবাসার সত্তা শ্বাস কষ্টে মারা যাবে।
আর বিবাহের আগে কখনো কোনো ভালোবাসা পবিত্র নয়। আর কোনো ধর্ম মতে পবিত্র হতে পারে না।
সুতরাং, বিয়ে আগে প্রকৃত ভালোবাসা খোঁজ না। বিয়ের পরে তোমার স্ত্রীর নিটক খোঁজ সেই ভালোবাসা পাবে যা তুমি চাও!
যদি তুমি মন থেকে খোঁজ। তাহলে অবশ্যই তোমার স্ত্রীর নিকট পবিত্র /প্রকৃত / নিঃস্বার্থ ভালোবাসা পাবে।
(ছবিতে করোনা আক্রান্ত অসুস্থ স্বামী পাশে নির্ভয়ে ঘুমাচ্ছে তাঁর প্রিয়তমা স্ত্রী! ভালোবাসা কাছে পরাজিত করোনা ভাইরাস )