রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টানা ৯০ দিন পর ছদ্মবেশ ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে এক গৃহবধূ ধর্ষণ মামলার আসামি ও ডাকাত মো. বাবলু খাঁ (৪০) কে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবলু উপজেলার অর্জুনা ইউনিয়নের বোরার বয়রা গ্রামের মৃত হনিল খাঁর ছেলে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন পুলিশের কয়েক জন সদস্য। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
জানা যায়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়’র নির্দেশনায় ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে কৌশলে ও ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করে ধর্ষক বাবলুকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম ও এস আই মো. শামছুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ছদ্মবেশ ও কৌশলে ধর্ষণ মামলার আসামি এবং ডাকাত বাবলুকে দুপুরে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত প্রকাশ, উপজেলার অর্জুনা ইউনিয়নের ওই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করে বাবলু। এ ঘটনায় ধর্ষণের পরদিনই গত জুন মাসের ১৬ তারিখে গৃহবধূ বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের পরে ধর্ষক বাবলু পলাতক হয়ে যায়। মামলা ও অভিযোগের ভিত্তিত্বে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রাখেন।