মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:২৮ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দিয়েছে ভূঞাপুর উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সম্পাদক কোম্পানী কমান্ডার আসাদুজ্জামান আরজু, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক তালুকদার ছানু, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল আজিজ, এম এ মজিদ মিঞা, নূরুল আমীন মিঞা নান্নু। এর আগে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেষে ১৮ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ৫’শ ২৯ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সম্মানী প্রদান করা হয়। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড বিতরণ করা হয়।