শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:৪৯ অপরাহ্ন
খন্দকার আশরাফ-উন-নবী, ষ্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
শিশু ওরা। পবিত্র কোরআন শরীফের হাফেজ হতে এসেছিল ওরা। করোনা ভাইরাসের
বিস্তাররোধে মাদ্রাসাও বন্ধ। উপায়হীন হয়ে নিদারুণ দারিদ্র পীড়িত পরিবারেই
ফিরে যেতে হয়েছে তাদের। মাহে রমজানে সিয়াম সাধনায় ব্রতী এ সব কোমলমতি
ছাত্ররা শুধুমাত্র পানি খেয়েই ইফতার করছিল। বৈশ্বিক মহামারী ভয়াবহ করোনা
ভাইরাসে প্রভাবে বিপর্যস্ত পরিজনের সাথে পান্তা ভাত এবং কাঁচা মরিচ খেয়েই
সেহেরি করে। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট
বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের
শিক্ষার্থীদের এমন করুণ কাহিনী ফেস বুকে দেখে ত্রাণকর্তা হয়ে এগিয়ে এলেন
র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৪) অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ
মোজাম্মেল হক। তিনি মাদ্রসার হেফজ বিভাগের সব শিশু এবং তাদের পরিবারের
জন্য উপহার সামগ্রগী পাঠিয়েছেন।
বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ
ক্বারী আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের এবং তাঁদের
অস্বচ্ছল পরিবারের জন্য উপহার হিসাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাঠিয়েছেন
মোজাম্মেল হক। তিনি বলেন, “র্যা ব-৪ প্রধান মোঃ মোজাম্মেল হকের পক্ষে
সহকারী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম রবিবার বিকেলে উপহার সামগ্রী মাদ্রাসায়
এসে হস্থান্তর করেন।
এই বিষয়ে র্যা ব-৪ পরিচালক মোঃ মোজাম্মেল হক বলেন, “ ফেসবুকে মাদ্রাসার
শিশুদের হুদয়গ্রাহী মানবেতর বিষয়টি জেনে ভীষণ খারাপ লেগেছিল। আবেগাপ্লুত
হয়েছি। মানবিকতা আর নিজস্ব দায়বদ্ধতা থেকে এই শিশুদের এবং তাঁদের
অস্বচ্ছল পরিবারের জন্য উপহার হিসাবে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস পাঠিয়েছি
মাত্র।”
তিনি সমাজের সকল বিত্তবানদেরকে অসহায়-দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসার
আহ্বান জানিয়ে বলেন,” র্যা ব সাধ্যমত মানবিক সাহায্য প্রদান করে আসছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও তিনি
জানিয়েছেন।
উপহার সামগ্রী হস্তান্তরের সময় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আনোয়ার হোসেন পিন্টু, সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ
সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ, সাটুরিয়া প্রেসক্লাবের সাবক সভাপতি অলক রায়,
বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ক্যাশিয়ার
তোফাজ্জ্বল হোসেন মেম্বার, যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং
হাসিবুল ইসলাম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ##