হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারতীয় ফেনসিডিল সহ এক নারী মাদক পাচারকরীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এস আই মোঃ রাহাদ খাঁন মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা বেগম (৪০) কে আটক করে।
পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের শরীক্কা হাটির আবুল কাশেমের স্ত্রী।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।