রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আহবানে সাড়া দিয়ে এবং তার পক্ষ থেকে খাদ্য সহায়তা নিয়ে
নিম্ন আয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় উঠে এসেছেন যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল। আগামী ই্উপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতমধ্য আলোচনায় উঠে এসেছেন, সাধারন মানুষের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তাও সৃস্টি হয়েছে।
জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিযন যুবলীগ নেতা ও তরুণ নেতৃত্ব বেলাল উদ্দিন সোহেল স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার ব্যক্তিগত তহবিল হতে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। এদিকে সোহেলের সহায়তা পেয়ে করোনা দুর্যোগে বিপর্যস্ত এসব কর্মহীন মানুষের মলিন মুখে হাসি ফুটে উঠেছে।
জানা গেছে, চলতি বছরের ২৭ এপ্রিল সোমবার স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর অনুগত বিশস্ত সৈনিক ও তরুণ নেতৃত্ব উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলাল উদ্দিন সোহেল এমপির পক্ষ থেকে
ব্যক্তিগত উদ্যোগে দিনমজুর ও অস্বচ্ছল ও নিম্মমধ্যবিত্ত মিলে প্রায় ৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছেন।
ইতোমধ্যে প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা
পৌচ্ছে দেয়া হয়েছে। গত রোববার তিনি দেওপাড়া ইউপির পালপুর, ঈশ্বরীপুর, ফুলবাড়ি, ভাগইল ও কদমশহর এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করেন এবং সোমবার বিতরণ করেন ঈদলপুর এলাকায়। মঙ্গলবার বিতরণ করা হবে বিয়ানাবোনা, নিমতলা, বিজয়নগর ও রাজাবাড়ি এলাকায়।
এছাড়াও ওমর ফারুক চৌধুরী এমপির হট লাইনে জন্য চারটি টিমের মাধ্যমে রিকশা ও ভ্যান দিয়ে এসএমএস এবং ফোন কলের তালিকা অনুযায়ী দেওপাড়া ইউনিয়নের যে কোন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন এই যুবলীগ নেতা।
প্রতিটি এলাকায় স্থানীয় স্কুল মাঠে সামাজিক দূরত্ব মেনে মানুষের হাতে সহায়তা খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগ নেতা সোহেল। এসব খাদ্যসামগ্রীর মধ্যে আছে ১০ কেজি চাল, তিন কেজি আটা, এক কেজি ডাল, দুই কেজি আলু এবং এক লিটার তেল।
খাদ্য সমগ্রীর এসব উপহার নিতে আসা জামিলা বেওয়া নামে এক বৃদ্ধ বিধবা নারী বলেন,আল্লাহ সোহেল ছাইলাটাকে যেন হাজার বছর বাচাইয়া রাখে। এই ছাইলাটা হামারঘে কষ্টের সময় ফেরেস্তা হইয়া আসে। এই খাবার জিনিস ছাড়াও শীত আইলে কম্বল দ্যাই,ঈদ আসলে খাবার দ্যাই। হামরা সুখে দুখে সব সময় ছাইলাটাকে পাই। আল্লাহ অকে বাঁচাইয়া রাখুক। হামরা আগামি দিনই ছাইলট্যাকে চেয়ারমেন করব্যার চাই, ছাইলড্যা চেয়ারমেন হোলে হামাগের মুতুন গরীব ম্যানসের বহুত উপোকার হোবা।
যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল বলেন, আমাদের প্রানের নেতা এমপি ফারুক চৌধুরীর পক্ষ থেকে
নিজস্ব অর্থায়নে ও প্রচেষ্টায় এ কর্মসূচি গ্রহণ করেছি। সাধারণ মানুষের পাশে থাকার জন্য।
দেশের এমন করোনাভাইরাস পরিস্থিতিতে সকলের উচিৎ অসহায় ও নিম্ম আয়ের মানুষের পাসে দাঁড়ানো, এদের পাশাপাশি নিম্মমধ্যবিত্তদেও পাশে দাঁড়ানো দরকার এই কথা চিন্তা করেই পুরো ইউনিয়নের কেও যেন না খেয়ে থাকে সে জন্য সকল রকম ব্যবস্থা গ্রহন করেছি। আমাকে সার্বক্ষনিক পরামর্শ দিয়ে সবসময় পাশে থেকেছেন এমপি ওমর ফারুক চৌধুরী।
তিনি আরো জানান, দেওপাড়া ইউনিয়নের যে কোনও প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবে। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রীর তাদের ঠিকানায় পৌঁছে দেবো। মানবিক কারণে সমাজের বিত্তবানদের নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ। শুধু সরকারী সহায়তার দিকে তাকিয়ে থাকলে হবে না। #
তানোর প্রতিনিধি