সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) স¤প্রতি জয়দেবপুর, গাজীপুর-এ ব্যাংকের ১১৬তম শাখার উদ্বোধন করেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন।
এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি ইউনিট কমান্ডার, গাজীপুর জেলা, আলহাজ্ব মোঃ মহর আলী, এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, গৌতম প্রসাদ দাস, হেড অব অপারেশন্স ডিভিশন, স্বপন কুমার বিশ্বাস, হেড অব ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস, সৈয়দ রফিকুল হোসেন এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।