শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৮:৫২ অপরাহ্ন
বলিউডে একের পর এক স্টারকিডের অভিষেক হচ্ছে। এবার সেই পথেই পা বাড়াতে চলেছেন মিঠুন চক্রবর্তীর সুন্দরী মেয়ে দিশানি। ইনস্টাগ্রামে ইতোমধ্যেই তারকা হয়ে উঠেছেন দিশানি। তাঁর ছবি দেখে অনেকেরই মত, বলিউডে সেনসেশন হতে পারেন মিঠুন-কন্যা।
নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয় শিক্ষা শেষ করেছেন দিশানি। ফ্যাশন সেন্সেও পিছিয়ে নেই তিনি। তাঁর সাজগোজ দেখে অনেকেই তাঁকে আগামী দিনের ফ্যাশনিস্তাই বলছেন।
মুম্বাইয়ের জেফ গোল্ডবার্গ স্টুডিয়োতে মেথড অ্যাকটিংয়ের ক্লাসও করেছেন দিশানি। তার মধ্যে বুধবার (৬ মে) ইনস্টাগ্রামে একটি খোলামেলা ছবি দিয়ে জড়িয়েছেন বিতর্কে।