নিজস্ব প্রতিবেদক- বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট বেসরকারি টেলিভিশন চ্যানেল“(mb tv ) মুভি বাংলা টিভিতে” রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদুর রহমান। গত বৃহস্পতিবার দুপুরে মুভি বাংলা টেলিভিশনের ঢাকা মিরপুর(মাঝার রোড)প্রধান কার্যালয়ে চ্যানেলের চেয়ারম্যান গোলাম মুক্তাদির আলভী ,পরিচালক জনাব মাশরাফি রাফি,এডমিন লিপন পরিচয়পত্রটি মাসুদুর রহমান এর কাছে হস্তান্তর করেন। ২০১৪ সালে মাসুদুর রহমান জামালপুর থেকে প্রকাশিত দৈনিক আলোচিত জামালপুর পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৭ সালে জাতীয় দৈনিক জনতার সংবাদ পত্রিকায় জামালপুর জেলা প্রতিনিধি , ২০১৮ সালে জানুয়ারী- জুন টিভি স্যাটেলাইট বাংলা টিভি,জুলাই-ডিসেম্বর মুভি বাংলা টিভিতে কর্মরত ছিলেন । পেশাগত দায়িত্ব পালনে রিপোর্টার মাসুদুর রহমান সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন। উল্লেখ্য,মাসুদুর রহমান সরিষাবাড়ী সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সরিষাাবাড়ী পৌর শাখার সাংগঠনিক সম্পাদক । তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন । বর্তমানে তিনি রাজধানী ঢাকায় মুভি বাংলা টিভিতে রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এখন থেকে “(mb tv )মুভি বাংলা টিভিতে”রিপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ০১৭১৫৫০৫২৪৪ নাম্বারে যোগাযোগ করার জন্য সকল শুভানুধ্যায়িদেরকে অনুরোধ করেছেন। সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি ।মেইল করতে পারেন এ ঠিকানায়
newsmasud2015@gmail.com