মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৯:৫৬ অপরাহ্ন
৫ মার্চ সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বাধীনতার মাসে সত্যিকারের স্বাধীনতা প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা রাজপথে থাকি জনগনের অধিকার আদায়ের জন্য, গণমানুষের মুক্তির জন্য। দ্রব্যমূল্য কমানো সহ সাংবিধানিক বিভিন্ন দাবিতে আছি, থাকবো বরাবরের মত। স্বাধীনতার চেতনা বা ধর্ম ব্যবসা বন্ধে নতুন প্রজন্ম সবসময় ঐক্যবদ্ধ ছিলো, আগামীতেও থাকবে। এসময় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্গকর দেবনাথ,সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, রাকিব হাসান শাওন, প্রকৌশলী লিলা দাস প্রমুখ বক্তব্য রাখেন।