শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৩ অপরাহ্ন
নিজস্ব ডেস্ক : মৃত্যুশয্যায় থাকা বিএনপি নেতা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার খোঁজ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে তিনি নিউইয়র্কে সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং এ ব্যাপারে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছানুযায়ী যদি তাকে বাংলাদেশে সমাহিত করতে হয় তাহলে সেভাবে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।বাংলা ইনসাইডার
উল্লেখ্য, সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা। বিএনপি করলেও আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন দেশ পরিচালনায় আসেন তখন ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। কিন্তু প্রধানমন্ত্রী তাকে সেই পদ থেকে অপসারণ করেননি। বরং দীর্ঘ ২ বছর তাকে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছিলেন তাকে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী খোকার চিকিৎসার যদি কিছু করণীয় থাকে সেটা করার জন্য তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।