সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১২:৩২ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহ উপজেলার
আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদকে সভাপতি এবং আলতাফ
হোসেনকে সাধারণ সম্পাদক করে আদ্রা ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন
হয়েছে।
৯জানুয়ারি সন্ধ্যায় মির্জা আজম মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটে
আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটির ঘোষণা করা হয়। উপজেলা
আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ
মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক
আলহাজ মির্জা আজম এমপি, জেলা আ’লীগের সভাপতি এড. বাকিবিল্লাহ,
সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা
পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী
রবিন, হাজী দিদার পাশা সাবেক মেয়র প্রমুখ।