শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:৩২ পূর্বাহ্ন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার সেলিম হোসেন (৪২)। শনিবার দুপুর ২টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর পোড়াদহ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন ও বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বাসটি বনপাড়া বাইপাস মোড়ে এলে সেখানে পরিবহনের নিজস্ব কাউন্টারে যাওয়ার জন্য সুপারভাইজার সেলিম বাস থেকে নামেন। তিনি মোবাইলে কথা বলতে বলতে কাউন্টারে যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় কাঁচামাল ভর্তি ট্রাকের তলে পড়ে চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।