jahir
- ৮ সেপ্টেম্বর, ২০১৯ / ২৩ জন দেখেছেন
পীরগন্জ প্রতিনিধি ঠাকুরগাঁও।
মো: আসাদুজ্জামান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের দাসপাড়ায় লাথির আঘাতে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার রাতে দাসপাড়ার রুস্তম মার্কেটে মোবাইল মেরামতকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত মানিক চন্দ্র দাস ঝড়ুয়া চন্দ্র দাসের বড় ছেলে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, ওই উপজেলার আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন ভূদেব চন্দ্র দাসের রুস্তম মার্কেটের ‘মা মোবাইল সার্ভিস সেন্টার’এ মোবাইল মেরামত করতে আসে। এ সময় মোবাইল মেরামত হয়নি বলে অভিযোগ তোলে। তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে ভূদেবের বড় ভাই মানিক চন্দ্র দাস ঘটনাস্থলে হাজির হলে তার সঙ্গেও আনোয়ারের কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে আনোয়ার হোসেন উত্তেজিত হয়ে মানিককে লাথি দেয়। এতে মানিক ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে যায়। পরে তাকে দ্রুত রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথেই মানিকের মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।