শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে এখন করোনায় আক্রান্ত ৫৬৪ জন। এদের মধ্যে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও নিউইয়র্কে আক্রান্তে সংখ্যা বেশি।
এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, করোনায় মোকাবিলায় তার মন্ত্রণালয় কাজ করছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে সোমবার সকাল পযর্ন্ত মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজারের বেশি মানুষ।