মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় পুলিশের এএসআই মারা গেছেন।নিহত পুলিশ কর্মকর্তার নাম জিয়াউর রহমান (৩০)।
বৃহস্পতিবার বিকালের এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে আতিয়ার রহমান নামের একজন কনস্টেবলও আহত হয়েছেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ কাজী গণমাধ্যমকে জানান, মোটর সাইকেলে করে আতিয়ার রহমানকে নিয়ে উত্তরায় অফিসের কাজে যাচ্ছিলেন এএসআই জিয়াউর রহমান।
“পৌনে তিনটার দিকে কাওলা ফুটওভার ব্রিজের নিচে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুইজন রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই জিয়াউর মারা যান। সামান্য আহত হন আতিয়ার।”
বাসটিকে আটক করা গেলেও চালককে ধরা সম্ভব হয়নি।