মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৩২ পূর্বাহ্ন
এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: তাং:- ১১-০৫-২০২০ইং।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক এর কনিষ্ঠ পুত্র
মো. আহসানুল হক রাজিব (৮) গরীব অসহায় রওশন আরা বেগমের ভোটার আইডি
কার্ডের ফটো কপিতে সাক্ষর করে তার বাবা চেয়ারম্যানের কাছে ত্রাণ দেয়ার জন্য
সুপারিশ করেছেন।
আজ সোমবার (১১মে) রাজারহাট সদর ইউনিয়নে দুস্থ গরীব অসহায় ৩০০ পরিবারের মাঝে
১০কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালীন গরীব অসহায়
রওশন আরা বেগমের ভোটার আইডি কার্ডের ফটো কপিতে সাক্ষর করে চেয়ারম্যানের
কনিষ্ঠ পুত্র মো.আহসানুল হক রাজিব (৮) তার বাবাকে ত্রাণ দেয়ার জন্য রওশন আরা বেগমকে
ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দিয়েছেন। মোছাঃ রওশন আরা বেগম ভোটার আইডি কার্ডের
ফটো কপি এনামুল হক চেয়ারম্যানের হাতে দিলে তার ছেলে আহসানুল হক রাজিব(৮) এর
সুপারিশ দেখে তিনি সঙ্গে সঙ্গে রওশন আরা বেগমকে ১০ কেজি চাল ও ২ কেজি আলু
তার হাতে তুলে দেন।
এ বিষয়ে রওশন আরা বেগম এর কাছে জানতে চাইলে তিনি জানান, বেশ কয়েকদিন ধরে
চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য তার বাসায় যাই। চেয়ারম্যান এর সঙ্গে দেখা না হওয়া
আজ আবারও চেয়ারম্যানের বাসা যাই। বাসার সামনে ঘুরা-ফেরা করতে দেখে চেয়ারম্যানের
ছোট ছেলেটি আমার কাছে জানতে চান কেনো এসেছি। আমি ত্রাণ চাওয়ার কথা বললে
আমার কাছ ভোটার আইডি কার্ডের ফটো কপি চান আমি তাকে আইডি কার্ডের
ফটো কপি দিলে সে সাক্ষর করে আমাকে বলেন বাবা পরিষদে আছে এই কাগজটি
বাবাকে দিবেন। এ কাগজটি বাবাকে দিলে বাবা আপনাকে সঙ্গে সঙ্গে ত্রাণ দিয়ে
দিবেন। পরে তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের শিশু ছেলেটির সুপারিশে ত্রাণ
পেয়ে তার দু চোখে জল চলে আসে।
শেষে করোনা ভাইরাস কোভিড -১৯ এর কারণে রাজারহাট উপজেলার (১নং ওয়ার্ড)
মেকুরটারী গ্রামের মো.তছলিম উদ্দিনের স্ত্রী মোছাঃ রওশন আরা বেগম অসহায়ভাবে
জীবন -যাপন করায় শিশু আহসানুল হক রাজিব ত্রাণ দেয়ার সুপারিশ করেন। তিনি আজ ত্রাণ
পেয়ে মহা খুশি এবং আহসানুল হক রাজিব (৮) এর জন্য দু হাত তুলে দোয়া করেন।#