মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:০৯ অপরাহ্ন
এ.এস. লিমন, (কুড়িগ্রাম) প্রতিনিধি: তাং:০২-০৩-২০২১ইং।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ‘বয়স যদি
আঠারো হয় ভোটার হতে দেরি নয়’ এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায় উপজেলা
অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির
বক্তক্য রাখেন,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন-
উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল মন্ডল সাবু,ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক
বুলু,চাকিপশার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রমুখ বক্তব্য রাখেন। শেষে চাকিপশার
ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২০১৯ সালের হালনাগাদকৃত ১০জন ভোটারের মাঝে স্মার্ট
কার্ড বিতরণ করা হয়।