jahir
- ২৬ এপ্রিল, ২০২০ / ৩৭ জন দেখেছেন
এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের রাজারহাটে গ্রামীণ ব্যাংক নাজিমখাঁন শাখার উদ্যোগে ভিখারিণী ছালেহাকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ (২৬ এপ্রিল) রোববার বিকালে রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউপির রাঘব ঝাঁড়িঝাড় এলাকার মৃত বছিয়ত উদ্দিনের স্ত্রী ভিখারিণী মোছাঃ ছালেহা বেগম (৫২) কে গ্রামীণ ব্যাংক নাজিমখাঁন শাখার উদ্যোগে নগদ ৬০০টাকাসহ ৩১ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ৪টি সাবান, ২ কেজি লবণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – গ্রামীণ ব্যাংক নাজিমখাঁন রাজারহাট শাখার কুড়িগ্রাম যোণ এর শাখা ব্যবস্থাপক মো: নুরে আলম সিদ্দিকী, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি কুড়িগ্রাম যোণের প্রতিনিধি মো: আনোয়ারুল ইসলাম, (রানা) উলিপুর এরিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব রাজারহাট সভাপতি এস. এ বাবলু, প্রচার সম্পাদক এ.এস. লিমন প্রমূখ। # (ছবি সংযুক্ত)