বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:০৬ পূর্বাহ্ন
\উজ্জ্বল রায় স্পেশাল করেসপন্ডেন্ট■: \ পুলিশের সঙ্গে কাজ করি, স’ন্ত্রাস-জ’ঙ্গিবাদ-ইয়াবা ট্যাবলেট মু’ক্ত নড়াইল গড়ি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুর্নীতি, ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছেন। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), হুঁশিয়ার করে বলেছেন, কোনো পুলিশ অফিসার কিংবা পুলিশ সদস্য যদি নিজেদের রাজা-বাদশা-জমিদার ভাবেন তা হবেনা, রাজা জমিদারী ‘বাদশাহী ভাব নিয়ে চলা পুলিশ সদস্যদের নড়াইল থাকার দরকার নেই। আর জনগণকে প্রজা ভাবেনা তাহলে চাকরি করার দরকার নেই। ‘এই নড়াইল জেলা শহরে যারা ভালো মানুষ আছেন, যারা দেশের মঙ্গল চান তারা যদি দেশের ভালোর জন্য এককদম এগিয়ে আসেন, কথা দিচ্ছি তাদের কাছে আমরা দশ কদম এগিয়ে যাব। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, ‘নাগরিকদের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত, এমনকি আমার সন্তানের লেখাপড়া থেকে শুরু করে আমার পেট চলা সবকিছু জনগণের টাকায়। অথচ আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা। ‘আমি পরিষ্কার বলে দিতে চাই এই বোধ নিয়ে কেউ চাকরি করতে পারবে না। এই প্রতিটি মানুষের যে সম্মান-শ্রদ্ধা পাওয়ার কথা, যে সুন্দর আচরণ পাওয়ার কথা। সে আচরণটি যদি কোনো পর্যায় থেকে আপনারা (নাগরিক) না পান আমাদের জানাবেন। আমরা এই সমস্ত দু’র্নীতিবা’জ লোকজন (অ’সৎ পুলিশ সদস্য) এরকম একটা সভ্য সমাজে পুলিশের দায়িত্ব দিয়ে রাখব না । অপরদিকে, সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস এর মূল গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান উদ্দিন মোরাদ (প্রবেশনার), সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন (পিপিএম) সহ ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও ট্রাফিক সদস্য সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃদ। পুলিশ সুপার (এসপি) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।