শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৭ অপরাহ্ন
জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ এনামুল হককে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে আলোচিত জেলা প্রশাসক রাতের অন্ধকারে জামালপুর ত্যাগ করেছেন। আলোচিত সাবেক এই জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসক কার্যালয়ে একজন নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। নিজ অফিস কক্ষের বিশ্রাম করে ও্ই নারীর সাথে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হলে শুক্রবার সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভিডিও সাজানো দাবি করলেও কক্ষটি তার এবং সেখানে খাটসহ বিছানা রাখার কথা তিনি স্বীকার করেন। ভিডিওতে যে নারীকে দেখা যায় সেটি তার অফিস সহায়ক বলেও নিশ্চিত করেন তিনি।
অনৈতিক কর্মকান্ডের কারনে তদন্ত কমিটি এবং ওএসডি করা হচ্ছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে আজ ভোর রাতে জেলা প্রশাসক তার সরকারি বাসভবন ‘ব্রহ্মপুত্র’ ত্যাগ করেন।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ঁজানান, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক সানজিদা ইয়াসমীন সাধনা রোববার কর্মস্থলে অনপস্থিত ছিল। সে অফিস থেকে ছুটিও নেননি।