নরসিংদীর (রায়পুরা) প্রতিনিধিঃ জহির উদ্দিন নাসিম।।
নরসিংদী রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অনুষ্ঠিত।
নরসিংদী’র রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রাঙ্গনে র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আমিনুর রশিদ, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক,এস.এ.পি.পি.ও আব্দুল মান্নান সহ অন্যান্য উপসহকারী কৃষি অফিসার বৃন্দ সহ বিভিন্ন এলাকার কৃষাণ কৃষানীরা ও উপস্থিত ছিলেন।