jahir
- ১৫ জানুয়ারী, ২০২১ / ৩৭ জন দেখেছেন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের ঐক্যতান মিলনায়তনে নতুন যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষ্মীপুর জেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু.নুরুল আমিন কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, রায়পুর থানার অফিসার ইনচার্জ জলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট মিজানুর রহমান মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।