মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৩:৫২ পূর্বাহ্ন
বেলাল হোসেন রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের অভিষেক অনুষ্ঠান।
বুধবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো.ছামিউল ইসলাম জীবন অধ্যক্ষ রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রৌমারী উপজেলা শাখা। বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান এস,এম রেজাউল করিম (রিয়াজুল) তিনি বলেন জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাই আমি পাঁচ বছর ক্ষমতায় থেকে আমার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের উন্নয়নে ৯টি ওয়ার্ডের জণগণের
জন্য কাজ করে যাব, এবং আপদে বিপদে সবার পাশে থাকবো। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত তিন জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯টি ওয়ার্ডের ৯জন সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন মো. রোকনুজ্জান হক সচিব,১নং দাঁতভাঙ্গা ইউপি ও নিশীথ কুমার বর্ম্মন (বিবিএফজি)আর ডি আর এস বাংলাদেশ।
এ অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্য ছাড়াও স্থানিয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।