মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১০:০৩ অপরাহ্ন
বেলাল হোসেন রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয় এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৪টার দিকে বাংলাবাজার বিওপির নায়েক সুবেদার মো. জামিরুল ইসলাম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৪শ ৪০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেন।
যার সিজার মূল্য-৪ লক্ষ ৩২ হাজার টাকা। আটককৃত ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরে জমা রেখে পরবর্তীতে ধ্বংস করা হবে।