রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৬:৫৭ অপরাহ্ন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিওপির আওতাধীন কাউনিয়া চর গ্রাম নিকটবর্তী সীমান্ত পিলার নং ১০৫৪/২-এস (শূন্য লাইন) স্থান থেকে (২২ নভেম্বর) ২০২০ইং রাত ১০টার সময় দুটি আরকির বাঁশসহ আঙ্গুর হোসেন (২৫)নামের এক যুবককে আটক করেছে দাঁতভাঙ্গা বিজিবি।
বিজিবি সূত্রে জানাযায় আটককৃত আসামী হলেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়া চর (কেল্লাবাড়ি) গ্রামের আক্কের আলীর ছেলে আঙ্গুর হোসেন (২৫)।
এবিষয় জামালপুর ৩৫ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ বলেন,আরকির বাঁশসহ তাকে সীমান্ত হতে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ আসামীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন আসামীকে আগামী কাল সকালে কোর্টে চালান দেওয়া হবে।