শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-মোঃ রেজওয়ান আলী-নোবেল করোনাভাইরাস সতর্কতায় উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন যখন ব্যস্ত,সাধারণ মানুষ ঘরের ভেতর ঠিক তখনই রাস্তা ফাঁকা পেয়ে রাতের আঁধারে বনবিভাগের সরকারি
গাছ সাবাড় করছে একটি গাছখেকো চক্র দল।
শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার হাবিবপুর বাজারের একটি স-মিল থেকে ইউক্যালিপটাস গাছের ১১টি গুড়ি উদ্ধার করেছে চরকাই রেঞ্জ কর্তৃপক্ষের দলটি।
এ বিষয়ে চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, প্রায় ২০ বছর পূর্বে চরকাই রেঞ্জের আওতায় সামাজিক ব নবিভাগ কর্তৃক বিরামপুর থেকে প্রস্তমপুর হয়ে
মাদিলা হাট রাস্তার দুই হাজার ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়েছিল। গাছগুলো এখন বেশ বড় হলে এলাকার কিছু অসাদু মানুষ করোনাভাইরাস সতর্কতায় এলাকায় লকডাউন সময়ে
রাতের আঁধারে একটি চক্র ঔ রাস্তার মোন্নাপাড়া ব্রীজের পশ্চিম পাশে ৫টি বড়গাছ কেটে গুঁড়ি করে একটি স-মিলে লুকিয়ে রাখে।
গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টায় বিরামপুর পুলিশের সহযোগিতায় হাবিবপুর বাজারে বাবু হোসেনের স-মিল থেকে চুরি হওয়া গাছের গুঁড়িগুলো উদ্ধার করা হয়েছে।
নিশিকান্ত মালাকার আরো জানান, বনবিভাগের এসব গাছ চুরির ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৪ জন ও অজ্ঞাত আরো ৭ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি অব্যাহত রয়েছে।