রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার পার্বতীনগর ইউপির দিলশাদপুর গ্রামের সিরাজ উল্ল্যাহর বাড়িতে গাভিটি জবাই করা হয়।
অভিযুক্ত শিক্ষক দিলশাদপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে সালিশের উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার রাতে শিক্ষক সিরাজ উল্ল্যাহর একটি দেশীয় গাভী গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পশু চিকিৎসক ফিরোজকে খবর দেন ওই শিক্ষকের জামাতা মো. হামিদ। এ সময় গাভির বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়া শুরু হলে গাভিটি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন অবস্থায় গাভিটিকে জবাই করে স্থানীয় কয়েকজনের কাছে গোশত বিক্রি করে ওই শিক্ষক ও তার পরিবার। আর বাছুরটিকে গোপনে মাটিতে পুঁতে ফেলা হয়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই পরিবারকে ঘেরাও করে। পরে স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেন পারভেজ এ ঘটনার সঠিক বিচার করা হবে বলে স্থানীয়দের আশ্বাস দিলে ক্ষুব্ধ এলাকাবাসী শান্ত হয়।
এদিকে অভিযুক্ত শিক্ষক সিরাজ উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাভিটি মরে যাওয়ার উপক্রম হওয়ায় অবস্থা বেগতিক দেখে তার জামাতা জবাই করে দেয়। পরে পশু চিকিৎসকের ভিজিট ও লোকসান পুষিয়ে নিতে গাভিটির গোশত এলাকার কয়েকজনের কাছে বিক্রি করা হয়।
পার্বতীনগর ইউপি সদস্য মোশারফ হোসেন পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিরাজ মাস্টার ও তার পরিবার একটি অসুস্থ গর্ভবতী গাভিকে জবাই করে গোশত এলাকাবাসীর কাছে বিক্রি করায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়েছে। ঘটনাটির সুষ্ঠু বিচারের লক্ষ্যে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ ডাকা হয়েছে।