———————————————————
বান্দরবানের লামা পৌরসভায় তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. কামাল উদ্দিন। ১৬ জানুয়ারি লামা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধী প্রার্থীকে ৯২২ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন।কামাল উদ্দিন জাতীয় শ্রমিকলীগ লামা উপজেলা শাখার সভাপতি।
লামা পৌরসভার ৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮৪০।তারমধ্যে পুরুষ ভোটার ৯৩৫, নারী ভোটার ৯০৫।টেবিল ল্যাম্প প্রতীকে কামাল উদ্দিন পান ১২৩৪ ভোট এবং উঠপাখি প্রতীকে সোহরাব হোসেন পান ভোট।প্রতিদ্বন্ধী প্রার্থীকে ৯২২ ভোটে পরাজিত করেন তিনি।
শুনা যায়,নমিনেশন দাখিলের পর থেকে মানুষের মুখে মুখে আওয়াজ উঠেছে আবারও ৭ নং ওয়ার্ড থেকে কমিশনার হতে যাচ্ছে কামাল উদ্দিন।বাস্তবেও তাই ঘটেছে মনে করেন এলাকাবাসী।ভোটারেরা কথা দিয়ে কথা রেখেছে বলে মনে করেন নির্বাচিত এই কমিশনার।সেজন্য ৭ নং ওয়ার্ডের সকল নাগরিকসহ তাকে জিতাতে অর্থ দিয়ে, রাতদিন পরিশ্রম করে যারা সহযোগীতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে তিনি আরও দুইবার কমিশনার ও একবার ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। কারো ক্ষতি না করা ও সহজ সরলভাবে জীবন যাপন করাই তার জয়ের পিছনে মুল কারন বলে মনে করেন ভোটারেরা।