শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ন
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় আন্তর্জতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড এর সহযোগিতায় সাক্ষরতা কার্যক্রমের বিদ্যালয় ভিত্তিক শ্রেণিকক্ষ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পাঠাগার উদ্বোধন করেন।
উপজেলা শিক্ষা অফিসার কে.এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংস্থার লিটারেসি প্রোগ্রাম অফিসার হাবিবা খাতুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, রুম টু রিড বাংলাদেশ কান্ট্রি অফিস প্রতিনিধি মুজিবুর রহমান, ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন, ইমতিয়াজ শহীদ ঈশিতা তরফদার প্রমুখ।
অনুষ্ঠানে লালপুরের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পড়ালেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি’র সভাপতি ও অন্যান্য সুধী সহ উপস্থিত ছিলেন। সাবলীল পাঠক তৈরির লক্ষ্যে রুম টু রিডের স্বাক্ষরতা কর্মসূচি জানুয়ারী ২০১৯ থেকে এই উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।