সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:৪২ পূর্বাহ্ন
সাহাব উদ্দিন রিটু,লামা,বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লামায় সদর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে লামা সদর ইউনিয়নের তিনটি স্থানে চেয়ারম্যান মিন্টু কুমার সেনের ব্যাক্তিগত পক্ষথেকে ৭৫০ পরিবারের মাঝে এসব সবজি বিতরন করা হয়।
করোনা ভাইরাসের কারনে গৃহবন্দী,কর্মহীন,অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে দেড়টন সবজি,আড়াই হাজার ডিম পরিষদ প্রাঙ্গন,লকডাউনকৃত মুসলিম পাড়া,বৈইল্লার চর এই তিনটি এলাকার মানুষের মাঝে বিনামূল্যে বিতরন করা হয়।বিতরনকৃত সবজি বেগুন,টমেটো,তিত করোলা,ঝিঙা,বরবটি(শীম),ডিম এর মধ্যে প্রতি পরিবার যেকোন তিন পদের ৩ কেজি সবজি ও ৪টি করে ডিম পান।
বিনামূল্যে সবজি বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমি,উপজেলা ভাইচ চেয়ারম্যান জাহেদ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন।