শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৪৭ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ইমামরা। এ কারণে তারা মানবেতর জীবনযাপন করছে প্রায় অর্ধশতাধিক পরিবার। সামাজিকভাবে ভালো অবস্থানে থাকার কারণে কারও কাছে হাত পাততে পারছিলেন না তারা। এর মধ্যে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস। তাই পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। তবে ইতোমধ্যে তাদের এই দুর্দশার বিষয়টি জানতে পেরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর। তাৎক্ষণিক সহযোগিতার উদ্যোগ নেয়। শনিবার ইমাম ও শিক্ষকদের উপজেলা পরিষদে ডেকে নেয়। এরপর তাদের হাতে তুলে দেয়া হয় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী হাতে পেয়ে হাসি মুখে বাড়ী ফিরেন ইমাম ও শিক্ষকরা। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এ প্রতিবেদক-কে বলেন, ৫৫ জনের মতো ইমাম ও শিক্ষক মানবেতর জীবনযাপন করছিলেন। আমি জানা মাত্রই তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করি, তিনি আরও বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি অত্র উপজেলায় কেউ যেনো অনাহারে না থাকে।