শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে শনিবার গভীর রাতে ভয়বহ অগ্নিকান্ডে হাসান ইলেক্ট্রনিক্স এর গোডাউনে প্রায় অর্ধকোটি টাকার ইলেক্ট্রনিক্স সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়, উপজেলা সদরের নাগর বন্দরে অবস্থিত হাসান ইলেক্ট্রনিক্স প্রোঃ মাহমুদুল হাসান এর গোডাউনে শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে প্রতিবেশীরা ধোঁয়া দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় তারা আগুন শিখা দেখে সঙ্গে সঙ্গে শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস শিবগঞ্জ ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে গোডাউনে থাকা এলইডি টিভি ৬০ পিচ, স্ট্যান্ড, সেলিং ফ্যান চার্জার সহ বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্স সামাগ্রী আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকান মালিক মাহমুদুল হাসান এ প্রতিরেবদক-কে বলেন, আমার গোডাউনে রাখা ৫হাজার পিচ ফ্যান ও ৬০টি এলইডি টিভি সহ অন্যান্য ইলেক্ট্রিক্স পণ্য পুড়ে ছাই হয়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন গোডাউনের ভ্যান্টেলেটর এর ফাকা জায়গা দিয়ে কে বা কাহারা আমার গোডাউনে আগুন ধরিয়ে দিতে পারে। খবর পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সঙ্গী ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জিএম মিজান শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি