মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি বাজার এলাকায় ১০০
গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুলাল
মিয়া উপজেলার চাকলমা গ্রামের নয়া মিয়ার ছেলে।
রবিবার দিবাগত রাত ৮টায় উপজেলার দেউলি বাজার এলাকায় গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোঃ দুলাল মিয়া (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ
গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুলাল মিয়া নিজে মাদক সেবন করে ও ক্রয়
বিক্রয় করে বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের
করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদক-কে
বলেন, মাদকসহ গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা
দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।