১:০১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮ |জহির হাওলাদার
2828 Viewsশিবগঞ্জ(চাঁপাইবাবগঞ্জ)সংবাদদাতা:
শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় আ.লীগকে উপেক্ষা করে সরকার দলীয় এমপি জামায়াত নেতা কর্মী ও শীর্ষ চোরাচালানীকে নিয়ে এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করায় সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন চরতারাপুর স্কুল এন্ড কলেজে।
সূত্রমতে রবিবার সকাল ১১টায় অত্র কলেজের অধ্যক্ষ মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী।অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসাবে জেলা যুবলীগের সিনিয়ন সহসভাপতি তোহিদুল আলম টিয়ার নাম থাকলেও তিনি ছিলেন না। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জামায়াত নেতা ও সাহাপাড়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান, পলীবিদ্যু পুড়ানো সহ একাধিক নাশকতা মামলার আসামী সমীর উদ্দিন ও এলাকার একাধিক চোরাচালানী সিন্ডিকেটের মালিক প্রায় অর্ধডজন মামলার আসামী ও জামায়াত সমর্থক হাবিবুর রহমান হাবিল। এঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হযেছে। এব্যাপারে মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সারওয়ার জাহান শেরফান বলেন, স্থানীয় আওয়ামীলীগকে উপেক্ষা করেই এ অনুষ্ঠানটি করা হয়েছে। শুধু এটি নয় উপজেলার প্রতিটি অনুষ্ঠানে এমপি মহাদয় তার নিজ দলের নেতা কর্মী ও সমর্থকদের উপেক্ষা করে জামায়াত বিএনপিকে নিয়ে মেতে উঠেছেন। এমনকি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নিমন্ত্রন জানানো হয়নি। এব্যাপারে তারাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন বলেন যেহেতু তার কলেজ এমপিও ভুক্ত হয়নি। সেহেতু তাকে অধ্যক্ষ বলা যাবে না। তাছাড়া এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। তাই মঞ্চে জামায়াত বিএনপির লোক থাকতেই পারে। এব্যাপারে এমপি গোলাম রাব্বানীর পক্ষে তার পিএস ও ভাতিজা শহীদ কায়সার বলেন, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান, উনারা কাকে নিমন্ত্রন করেছেন বা কাকে করেননি। সেটা তাদের ব্যাপার।একজন এমপি সবার জন্য কাজ করতে পারেন। তাছাড়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি গোলাম রাব্বানীর নেতৃত্বে সারা শিবগঞ্জ উপজেলায় যখন উন্নয়নের জোয়ার বইছে, ঠিক তখন মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাওয়ার জাহান শেরফান সহ কয়েকজন নেতা জেলা পর্যায়ের একজন আওয়ামীলীগ নেতার ইঙ্গিতে এমপি গোলাম রাব্বানী বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আজকের ঘটনাটি তারাই একটি ধারাবাহিকতা। যেহেতু সামনে নির্বাচন। তাই নৌকার ভোটের জন্যই এমপিকে সব এলাকার জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে।
৮:২৬ পূর্বাহ্ণ, ফেব্রু ২৩, ২০১৯
৮:২৩ পূর্বাহ্ণ, ফেব্রু ২৩, ২০১৯
৮:২১ পূর্বাহ্ণ, ফেব্রু ২৩, ২০১৯
১১৫/২৩, মতিঝিল, আরামবাগ, ঢাকা - ১০০০ | ই-মেইলঃ dsangbad24@gmail.com | যোগাযোগ- 01813822042 , 01923651422
Leave a Reply