মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:০৪ অপরাহ্ন
“সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে ব্র্যাকের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোছাঃ জাহানার খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আশরাফুল ইসলাম, মুকুন্দ কুমার কুন্ডু, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের অমিত হাসান, ছলেমান আলী, জিয়াউর রহমান, দুলাল উদ্দিন প্রমূখী।