বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:৪৩ অপরাহ্ন
তারিখঃ ১৭.০৯.১৯
সড়ক দূর্ঘটনায় শিবির-নেতা মাহবুব রসুল এর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ছাত্রশিবির ফেনী দাগনভূঁইয়া দক্ষিণ উপজেলা সভাপতি মাহবুব রসুল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম ঘটনার বর্ণনায় বলেন, গতকাল সোমবার সংগঠনের নিবেদিতপ্রাণ দায়িত্বশীল মাহবুব রাসূল মোটরসাইকেল দূর্ঘটায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই বেদনাদায়ক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার ইন্তেকালে সংগঠন একজন নিবেদিত প্রাণ দক্ষ নেতাকে হারালো। ইসলামী ছাত্রআন্দোলনকে এগিয়ে নিতে তার ত্যাগ ও প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আমরা মহান আল্লাহর কাছে মাহবুব রসুল এর রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সাথীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।