শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ ̈াপক মোঃ নিসার আহমেদ শামস্ গত ০৮
মে ২০২০ তারিখ শুμবার অপরাহ্নে হার্ট এটাকে মৃতু ̈বরণ করেন (ইন্নালিল্লাহি–
—-রাজিউন)। তাঁর মৃতু ̈তে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ
করছে। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস ̈। মোঃ নিসার
আহমেদ শামস্ জাহা১⁄২ীরনগর বিশ্ববিদ ̈ালয়ের অর্থনীতি বিভাগের অধ ̈াপক
ছিলেন। তাঁর ̄§ৃতি আমাদের কাছে অর্থনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতার
প্রতীক হিসেবে চিরজাগরুক থাকবে।
তাঁর মৃতু ̈তে বাংলাদেশ অর্থনীতি সমিতি তাঁর পরিবারবর্গের প্রতি গভীর
সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।