শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি \ জাতীয় শ্রমিক লীগ সম্মেলনে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুকে কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জাতীয় শ্রমিকলীগের অর্ন্তভুক্ত জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ ইসলামপুর উপজেলা শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ বাদল শেখ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নবাগত নেতৃত্ব আগামী দিনে শ্রমিকদের ন্যয্য অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা পালন করার প্রত্যাশা করেন।
জানাগেছে,সাতবছর পর জাতীয় শ্রমিক লীগ নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু। তিনি আগের কমিটিতে কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সাধারণ সম্পাদক হয়েছেন কে এম আজম খশরু।
শনিবার বিকালে সংগঠনটির ১৩তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি মন্টু ও সাধারণ সম্পাদক খশরুর নাম ঘোষণা করেন। এর আগে বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অধিবেশন অনুষ্ঠিত হয়।
লিয়াকত হোসাইন লায়ন